নরসিংদীর বেলাবতে এনসিপির সাথে বিএনপি নেতার ঘুরতে যাওয়া নিয়ে তোলপাড়,কারণ দর্শানোর নোটিশ।
আবু নাঈম রিপন: নরসিংদী।
নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপনের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। অদ্য ৩০ জুলাই ৩০২৫ ইং বুধবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শীর্ষস্থানীয় নেতারা ওয়ারী বটেশ্বর এলাকা ঘুরতে গেলে তাদের সফরসঙ্গী হিসেবে দেখা যায় তপনকে। এই ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠে।
দলের বিপরীত ধারার একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে প্রকাশ্যে অংশগ্রহণ করায় তার প্রতি বিএনপির নেতাকর্মী ও সাধারণ সমর্থকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব খলিলুল্লাহ তপনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।তাকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনিতেই তপনের বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকে বটেশ্বর ও আশপাশের এলাকায় সে সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, তপন বটেশ্বর বাজারে নিজের ছবি ও নাম ব্যবহার করে নিষিদ্ধ সাইনবোর্ড টাঙিয়ে ব্যবসায়ীদের হয়রানি করছে।
এছাড়া বিএনপির নামে ভুয়া কমিটি গঠন করে বিভিন্ন লোককে সহ-সভাপতি ,সহ-সাধারণ সম্পাদক পদের লোভ দেখিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। একাধিকবার দলীয় প্রোগ্রামের নামে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তপনের অতীত ছিল কুখ্যাতিতে ভরা। কখনোই রাজনৈতিক বা সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল না। একসময় চুরির অপরাধে ধরা পড়ে জনগণের হাতে কান কাটা পড়ে যাওয়ায় এলাকায় সে কানকাটা তপন নামে পরিচিত হয়ে ওঠে ।সংশ্লিষ্টদের মতে, বিএনপির সংস্কারপন্থী নেতা সর্দার শাখাওয়াত হোসেন বকুলের ঘনিষ্ঠ সহযোগী পরিচয়ে নিজেকে জাহির করে হঠাৎ বিপুল অর্থবিত্তের মালিক হয়ে যায়। তবে তার এসব অর্থ অর্জনের পেছনে দুর্নীতি, চাঁদাবাজি ও প্রতারণার ছাপ স্পষ্ট।কিছুদিন আগে ওয়ারি গ্রামের এক বাসিন্দাকে আর্থিক বিরোধের জেরে তপন অপহরণ করার পিছনে তার হাত রয়েছে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পুলিশি তৎপরতায় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হলেও এই ঘটনায় তপনের বিরুদ্ধে কোনো দৃশ্যমান আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।বহিষ্কারের দাবিতে উত্তাল বেলাবো ও আমলাব ইউনিয়ন বিএনপি।
খলিলুল্লাহ তপনকে নেতাকর্মীরা চাইছেন তাকে স্থায়ীভাবে বিএনপি দল থেকে বহিষ্কার করা হোক।