সখিপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি ইলিয়াস কাশেম, সাধারণ সম্পাদক,মোর্শেদ খান।
মোঃ মেরাজ শিকদার,
বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলে সখিপুর রিপোর্টার্স ইউনিটি ত্রিবার্ষিক-সম্মেলন ২৬ এ জুলাই(শনিবার) সকালে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইলিয়াস কাশেম সখিপুর উপজেলা প্রতিনিধি(বিজয় টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোর্শেদ খান স্টাফ রিপোর্টার (দৈনিক বাংলার দূত)
অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন তারা হলেন। সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম(দৈনিক আজকালের খবর), সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন (দৈনিক আলোকিত প্রতিদিন), যুগ্ম সম্পাদক মোঃ মোশারফ হোসেন,(গণমানুষের আওয়াজ),
যুগ্ম সম্পাদক মোঃ আল-আমীন(ভোরের চেতনা)
সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমীন (গণঅধিকার অনলাইন ), কোষাধক্ষ্য মোঃ হাসান আলী (বার্তা সরেজমিন), দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল (যুগ যুগান্তর), তথ্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সুমন সরকার(গণকন্ঠ),ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেজাউল করিম রিফাত (আজকের গোয়েন্দা সংবাদ)।
সম্মানিত সদস্য মোঃ মেরাজ শিকদার
সম্মানিত সদস্য মতিউর রহমান ভূঞা, মির্জা সাইদুল ইসলাম, রহমতুল্লাহ, ফাইজুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান মিয়া।
সদস্য মোঃ রাসেল, মোঃ রাকিব শিকদার (লাল), মোঃ সাব্বির আহমেদ,।