বোয়ালী কেন্দ্রীয় ঈদগা মাঠে ডা. মোজাম্মেল হকের শেষ জানাজায় অঝরে কাঁদলেন তার ছেলেরা
মোঃ মেরাজ শিকদার,
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
আজ ১৫ জুলাই রোজ মঙ্গলবার টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বোয়ালী গ্রামের কৃতি সন্তান ডা. মোজ্জামেল হক সকাল ১০ ঘটিকায় মৃত্যু বরণ করেন।
গত ১৪ই জুলাই রোজ সোমবার ৪ ঘটিকায় গোড়াই টু সখিপুর মহাসড়কে বোয়ালি উত্তরপাড়া জামে মসজিদ এর সাথে তার নিজ বাড়ির সামনে একটি বেপরোয়া মোটরসাইকেল এসে তার উপরে উঠিয়ে দেয়। ডা. মোজ্জামেল হক একজন লোক নিয়ে উনার বাড়ির সামনের অংশটা পরিষ্কার করতেছিলেন। প্রথমে মোটরসাইকেল টি ঐ লোকটির পায়ের উপর দিয়ে উঠিয়ে দেয়। তারপরে দাঁড়ানো ডা. মোজাম্মেল হককে বেপরোয়া ভাবে ধাক্কা মারে। মোটরসাইকেলের গতি এত ছিল যে ডা. মোজাম্মেল হক মোটরসাইকেল এর সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। মাথায় প্রচন্ডভাবে আঘাত পায়।
সাথে সাথেই স্থানীয় লোকজন সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থা গুরুতর দেখে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ঢাকায় মেডিকেলে রেফার্ড করেন।
প্রচন্ড রক্তকরণের কারণে ঢাকায় আজ রোজ মঙ্গলবার ১০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডা. মোজাম্মেল হক কে বোয়ালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাদ মাগরিব তার জানাযা হয়। জানাযায় বক্তব্য রাখার সময় তার ছেলে ফজলুল হক রতন অজোরে কাদেন। তার আরেক ছেলে ফয়সাল আহমেদ কথা বলার মতো অবস্থাতেই ছিল না।
ডা. মোজাম্মেল হক দীর্ঘদিন চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। বিভিন্ন জায়গায় চাকরি জীবনে দায়িত্ব পালন করেছেন। চাকরি শেষ অবস্থায় তার নিজ উপজেলা সখিপুর পশু হাসপাতালে সম্মানের সহিত তার দায়িত্ব পালন করে অবসরে আসেন।
একটু অসাবধানতার কারণে আজ আমরা ডা. মোজাম্মেল হককে হারালাম। তার ছেলেমেয়েরা এতিম হল। পুরো গ্রামে সুখের ছায়া। মহা আল্লাহ তায়ালা ডা. মোজাম্মেল হক কে জান্নাতুল ফেরদৌস দান করুন এটাই সকলের প্রত্যাশা।