ফুটবল জগতে সখিপুরের গর্ব।
আমাদের অহংকার। সখিপুরের মেয়ে রূপা আক্তার জাতীয় দলের ১৩ নম্বর জার্সিতে শ্রীলংকার বিরুদ্ধে ৯–১ গোলে বাংলাদেশের জয়। রূপা আক্তারের জন্য শুভকামনা
টাঙ্গাইলের অংহকার, দরিদ্র বাবার গর্বিত মেয়ে -রুপা আক্তার- সাফ-(অনূর্ধ্ব ২০) বাংলাদেশ নারী দলে ১৩ নং জার্সি পড়ে ইলেভেনে খেলছে।
রুপা সহ নারী বাংলাদেশ ফুটবল দলের জন্য শুভকামনা রইল।
সখীপুরের গর্ব রূপা আক্তার জাতীয় দলে!
সখীপুরের কৃতি মেয়ে রূপা আক্তার আজ ১৩ নম্বর জার্সি গায়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জাতীয় দলের হয়ে মাঠে নামেন।
প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৯–১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে লাল-সবুজের দল।
এই ঐতিহাসিক জয়ে রূপার অসাধারণ পারফরম্যান্স সখীপুরবাসীকে গর্বিত করেছে।