1. live@www.marshalmedia.online : মার্শাল মিডিয়া : মার্শাল মিডিয়া
  2. info@www.marshalmedia.online : মার্শাল মিডিয়া :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

সখিপুরে বাঁশবোঝাই মহিষের গাড়ি খাদে পড়ে প্রাণ গেল মহিষের

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে
  • সখিপুরে বাঁশবোঝাই মহিষের গাড়ি খাদে পড়ে প্রাণ গেল মহিষেরমোঃ মেরাজ শিকদার,
    টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের সখিপুরে বাঁশবোঝাই একটি মহিষের গাড়ি খাদে পড়ে একটি মহিষ ঘটনাস্থলেই মারা গেছে। শুক্রবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ারবাইদ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    জানা যায়, ভালুকা উপজেলার সীমান্তবর্তী ঘোনাপাড়া বাজার থেকে সখীপুর উপজেলার দাড়িপাড়ার দিকে যাচ্ছিল বাঁশবোঝাই মহিষের গাড়িটি। পথে খালিয়ারবাইদ এলাকায় রাস্তার ঢালে নামতে গেলে অতিরিক্ত ওজনের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা দুই মহিষের মধ্যে একটি ঘটনাস্থলেই মারা যায়। নিহত মহিষটির বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা।
    গাড়িচালক ও মহিষের মালিক মো. শাহ আলম (পিতা: মো. সিদ্দিক হোসেন, ৩নং ওয়ার্ড, বড়চওনা ইউনিয়ন) জানান, মহিষের গাড়ি চালিয়েই তার সংসার চলে। এ দুর্ঘটনায় তার পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার অন্যতম কারণ এলাকার কাঁচা ও বেহাল রাস্তা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি হয়ে ওঠে কাদা-পিচ্ছিল। বিশেষ করে উঁচু স্থান থেকে নিচে নামার সময় গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
    একজন অভিজ্ঞ মহিষচালক জানান, গাড়ির দুই মহিষের ভারসাম্য ছিল না। একটিকে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অন্যটি নতুন (আঞ্চলিক ভাষায় ‘আজোয়াইলা’)। ভারসাম্যহীনতা ও অতিরিক্ত ওজনই দুর্ঘটনার মূল কারণ।
    এ ঘটনার পর স্থানীয়রা দুঃখ প্রকাশ করে বলেন, “একটি নিরীহ প্রাণী এভাবে মারা যাবে— এটা অত্যন্ত বেদনাদায়ক। মালিকের বড় ধরনের ক্ষতি হয়েছে।”
    তারা দ্রুত রাস্তাটি পাকা বা অন্তত ইট সলিংয়ের দাবি জানান। কারণ এই রাস্তাটি সখীপুর ও ভালুকা উপজেলার সীমান্তবর্তী জনবহুল একটি গুরুত্বপূর্ণ সড়ক। দেবরাজ থেকে খালিয়ারবাইদ হয়ে ঘোনাবাড়ি বাজার এবং করিমগঞ্জ পর্যন্ত সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের মতে, সময়মতো রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন না হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট