1. live@www.marshalmedia.online : মার্শাল মিডিয়া : মার্শাল মিডিয়া
  2. info@www.marshalmedia.online : মার্শাল মিডিয়া :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

সখিপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

সখিপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

মোঃ মেরাজ শিকদার,
ঢাকা ব্যুরো প্রধানঃ

সখিপুরে বিষপানে রাবেয়া আক্তার(২৫) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। 
বৃহস্পতিবার(৩ জুলাই) বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া ওই এলাকার বাহাদুর মিয়ার স্ত্রী।
প্রাথমিকভাবে জানা যায়, ওই পরিবারে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকতো। গতকাল বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে ঘরের পেছন থেকে রাবেয়া বেগমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখান থেকে তাকে টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার আরো জানায়, গতকাল কাউকে না জানিয়ে রাবেয়া স্থানীয় বাজার থেকে ৩ টি হারপিক(বিষ) কিনে আনে। ধারণা করা হচ্ছে সেই হারপিক(বিষ) পান করেই তার মৃত্যু হয়েছে।  
সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, লাশ পুলিশি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট