হাজারো মানুষের শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন বড়চওনা বাজার কেদ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব আলহজ্ব হযরত মাওলানা ক্বারী হেলাল উদ্দিন (চাঁনু ক্বারী)সাহেব।
বাদ আসর জানাযা শেষে তাঁকে বড়চওনা মাদরাসায়ে মুহাম্মদ (সা.)মদিনাতুল উলূম (কওমী) মাদ্রাসার পাশে কবরস্থানে দাফন করা হয়।
মহান আল্লাহ্ তায়ালা এই গুণী আলেমকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।
আমীন।
মৃত্যুর কিছুদিন আগে তিনি সবার কাছে ক্ষমা চাইতেন
ক্বারী হেলাল মওলানার জানাযায় বৃষ্টি উপেক্ষা করে অসংখ্য মানুষ অংশগ্রহণ করে। বৃষ্টি কারণে দূরের মানুষ আসতে পারেননি। বড়চওনা ও আশপাশের এলাকার নারীদের মনেও শোকের ছায়া পড়েছে আজ।
তাঁরাও কেঁদেছেন। আগেও তাদের ওয়াজের মাধ্যমে কাঁদিয়েছেন। আজও। অনেকের শিক্ষক ছিলেন।
মৃত্যু দিনে যারা যত বেশি মানুষ কাঁদাতে পারে সে তত বেশি সফল হয়ে বিদায় নেয়।