1. live@www.marshalmedia.online : মার্শাল মিডিয়া : মার্শাল মিডিয়া
  2. info@www.marshalmedia.online : মার্শাল মিডিয়া :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে মদিনা ওয়েল মিলে মোবাইল কোর্ট। জরিমানা আদায়

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুরে মদিনা ওয়েল মিলে
মোবাইল কোর্ট। জরিমানা আদায়

আবুনাঈম রিপন: নরসিংদী থেকে:
নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের সুপার মদিনা ওয়েল মিলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈল উৎপাদন করা হচ্ছে মর্মে অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার ৪ইং আগস্ট, এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ফ্যাক্টরির অভ্যন্তরে অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদনের আলামত পাওয়া যায়।

অভিযোগের সত্যতার ভিত্তিতে ফ্যাক্টরির ম্যানেজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ২০,০০০/ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: ফারজানা ইয়াসমিন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ.আবদুর রহিম, এবং শিবপুর মডেল থানার চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনায় সহায়তা করেন।

ম্যানেজারকে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে সর্তক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট