সখিপুরে ১৩ একর বনভূমি উদ্ধার করে চারা রোপণ
মোঃ মেরাজ শিকদার,
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুরে হাজার হাজার একর বনভূমি জবরদখলহকৃতর মধ্যে বন বিভাগের ১৩ একর জমি অবৈধ দখলমুক্ত করে যৌথবাহিনীর সহযোগিতায় ১৩হাজার বৃক্ষরোপন করা হয়েছে। উক্ত বনভূমি আবুল হোসেন, জামাল, শহিদুল,শফিকুল,রফিকুল,ইয়াকুব গংদের দখলে ছিল। বনবিভাগ কর্তৃক রোপনকৃত বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন, সখিপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্লাহ আল রনী। মঙ্গলবার(২৪ জুন) সকালে বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। বনবিভাগ সূত্রে জানা যায়, সখিপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের অধীনে এমএম চালা বিট এলাকার বন আইনের ২০ ধারা অনুযায়ী সংরক্ষিত বনের প্রায় ১৩ একর জমি গত ৩১ মে বনবিভাগ, যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে। মঙ্গলবার সকালে বন বিভাগ যৌথ বাহিনীর সহায়তায় প্রায় তিনশত শ্রমিক,সেনাবাহিনী, পুলিশ,বনবিভাগের লোকজন নিয়ে ওই জমিতে বিভিন্ন দেশীয় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের ১৩হাজার চারা রোপন শুরু করে। এমএম চালা বিট কর্মকর্তা মো: রুমিউজ্জামান রুমি বলেন, দীর্ঘদিন ধরে জমি গুলো অবৈধ দখলে ছিল এগুলো ২০ ধারায় গেজেট ভূক্ত সংরক্ষিত বনের জমি। এই জমিতে বন অধিদপ্তরে নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে। সংরক্ষিত বনভূমি উদ্ধার করে বনায়নের এ কাজ চলমান থাকবে। বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা মো: এমরান আলী বলেন, জবরদখলকৃত বনভূমি উদ্দ্বারে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারি বনসংরক্ষক (এসিএফ) মো: আবু সালেহ,সেনাবাহিনী কর্মকর্তা, সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া প্রমূখ।