1. live@www.marshalmedia.online : মার্শাল মিডিয়া : মার্শাল মিডিয়া
  2. info@www.marshalmedia.online : মার্শাল মিডিয়া :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

সখিপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা পাপ্পু নিহত

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

সখিপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

মোঃ মেরাজ শিকদার
,বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশের চন্দনাইশ শাখার ব্রাঞ্চ ম্যানেজার ইকবাল হোসেন পাপ্পু (৩২)। নিহত ইকবাল টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত সবুর মিয়া।
বৃহস্পতিবার (৩ জুলাই) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাদীরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইকবাল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ইকবাল হোসেন পাপ্পু দীর্ঘদিন ধরে বুরো বাংলাদেশ এনজিওতে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি সততা, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার পরিচয় দিয়ে সহকর্মীদের ভালোবাসা অর্জন করেছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে কালিয়া ঘোনারচালা সামাজিক কবরস্থানে পাপ্পুর মরদেহ দাফন করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট