সখিপুরে ভ্রাম্যমাণ আদালতে মিষ্টি দোকানে ৫হাজার টাকা জরিমানা
মোঃ মেরাজ শিকদার,
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুর উপজেলার তক্তার চালা বাজারে মিষ্টির প্যাকেটের ওজন অতিরিক্ত হওয়ায় ভোক্তা সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।
বুধবার(২৩ জুলাই) সখিপুর উপজেলার তক্তার চালা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় ভ্রাম্যমাণ আদালতে মিষ্টি ব্যবসায়ী বাদল ঘোষ (৪৫)কে মিষ্টির প্যাকেটের ওজন অতিরিক্ত ও নানা অনিয়মের দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে ৫হাজার টাকা জরিমানা করে।
এ-সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুস সামা।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুস সামা। জানান,অনিয়মের দায়ে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ধারা অনুসারে আর্থিক জরিমানা করা হয়েছে।এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।