সখিপুরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধার মৃত্যু
মোঃ মেরাজ শিকদার,
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমেনা বেগম(৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের শাপলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম ওই গ্রামের মজিবর রহমানের স্ত্রী। নিহতের পুত্রবধূ নাজমা বেগম জানান, আমাদের অজান্তেই টিনের ঘরে ছেড়া তার স্পর্শ করলে সম্পূর্ণ ঘর বিদ্যুতায়িত হয়।
আমার শ্বাশুড়ি ঘর থেকে বের হওয়ার সময় ঘরের টিনের বেড়ার সাথে তার হাত স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।