সখিপুরে ঘরের তালা ভেঙ্গে অটো ভ্যান গাড়ি চুরি
মোঃ মেরাজ শিকদার,
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বোয়ালী ডিগ্রী কলেজের উত্তর পাশে জুয়েলের বাড়ি থেকে তালা ভেঙ্গে অটো ভ্যান গাড়ি চুরির ঘটনা ঘটে। রবিবার (২৯ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে উপজেলা যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামে। স্থানীয় প্রতিবেশী ও ভ্যান গাড়ির মালিক জুয়েল মিয়া জানায় রাতে খাবার খাওয়ার পর বাড়ির সবাই ঘুমিয়ে যায়। ফজরের আযান শুনে ঘুম ভাঙ্গলে দেখে বাহির থেকে দরজা আটকানো। পরবর্তীতে দরজায় জুড়ে ধাক্কা দিলে দেখতে পায় রশি দিয়ে দরজা বাহির থেকে আটকানো।ঘরে থাকা বটি দা দিয়ে রশি কেটে বাহিরে এসে দেখে অটো ভ্যান গাড়ির ঘরের তালা ভাঙ্গা ঘরে ঢুকে দেখে ভ্যান গাড়ি নেই। জুয়েল মিয়া জানায় ভ্যান গাড়ির আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল ভ্যান গাড়িটি।
সখিপুর উপজেলা কৃষকদলের যুগ্নআহবায়ক আব্দুর সালাম পীর সাহেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।