সখিপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সামগ্রীর বিতরণ
মোঃ মেরাজ শিকদার,
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুরে ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সামগ্রী মঙ্গলবার উপজেলা হল রুম থেকে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সখিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনি। এর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, দরিদ্র বেকার নারীদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন ইউনিয়নে দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, কৃষকদের মাঝে কৃষি উপকরণ, দরিদ্র মহিলাদের মাঝে গবাদি পশু, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাজমুস সামা,কৃষি অফিসার নিয়ন্তা বর্মন, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ, পিআইও ওয়াসিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আনোয়ার হোসেন।