সখিপুরে ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয়ে তালার ভিতর সুপার গ্লু এবং বালু
মোঃ মেরাজ শিকদার,
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল -সখিপুরে ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রত্যেকটা শ্রেণিকক্ষে কে বা কারা রাতের আধারে সুপার গ্লু এবং বালু দিয়ে তালার ছিদ্র ভর্তি করে রেখেছে। গতকাল দিবাগত রাতে বরাবরের মতো আজকেও সকালে চতুর্থ শ্রেণীর কর্মচারী (দপ্তরি) প্রত্যেকটা শ্রেণীকক্ষের তালা খুলতে গেলে তালার ভিতর সুপার গুলু এবং বালু দিয়ে তালার প্রত্যেকটা ছিদ্র আটকানো অবস্থায় দেখে অবাক হয়ে যায় এবং পরে তার সহকর্মীদের ডেকে নিয়ে বিষয়টা জানানো হয় পরক্ষণে তারা প্রত্যেকটা শ্রেণিকক্ষে গিয়ে সুপার গ্লু ও বালু ভর্তি ছিদ্র ভরাট অবস্থায় দেখতে পায় সাথে সাথে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ হেল কাফি কে অবগত করলে প্রধান শিক্ষক আব্দুল্লাহ হেল কাফি স্কুলের ম্যানেজিং কমিটি এবং এলাকার গণ্যমান্য মাতব্বরদেরকে বিষয়টা অবগত করেন। ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল্লাহ হেল কাফি স্যারের সাথে মুঠো ফোনে কথা বলে বিষয়টা সত্যতা জানতে পারলাম এবং এ নিয়ে এলাকায় বিভিন্ন চা- স্টলে এবং অন্তর মহলে চলছে নানা গুঞ্জন। স্কুলের প্রধান শিক্ষক আরো বলেন কে বা কারা রাতের আঁধারে এ ধরনের নেক্কার ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করার জন্য স্কুলের ম্যানেজিং কমিটি তথা এলাকার সকলের সহযোগিতা চেয়েছেন। এবং তার বিদ্যালয় সহ স্কুলের সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে সকলের প্রতি দৃষ্টি আরোপ করছেন। ইতিপূর্বে বিদ্যালয়ের কোন শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে বহিরাগত কোন কারো সাথে কোন খারাপ আচরণ ঝগড়া কথা কাটাকাটি হয় নাই তাই এই বিদ্যালয়ে যারা রাতের অন্ধকারে এ ধরনের কাজ করেছে তাদের বিচারের দাবি করছি।