ধেঁয়ে আসছে রংপুর এর দিকে স্থানীয় বৃষ্টি বলয়,
হ্যাঁ, আশানুরূপ বৃষ্টি না ঘটাতে পারলেও মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকছে এই বলয়ে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ আক্রান্ত হতে পারে এই বৃষ্টি বলয়ে।
লোকাল বৃষ্টি বলয় হবার দরুন বৃষ্টি বলয়ের কোন নামকরণ করা হয়নি।
বৃষ্টি বলয় : ১৬ টু ২১ শে জুলাই, শুধুমাত্র উত্তর বঙ্গের জন্য প্রযোজ্য।
নোট : এই সময় দক্ষিণ বঙ্গেও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।