বিশেষ আবহাওয়া বার্তা!
আজ ১০ ই জুলাই দেশে থেকে বিদায় নিচ্ছে বৃষ্টি বলয় নির্ঝর, আর এই বলয় বিদায় নেবার সাথে অবসান ঘটছে দেশের দক্ষিণ অঞ্চলের টানা বৃষ্টি।
তবে যেহেতু এখন বর্ষাকাল চলছে সুতরাং বৃষ্টি বলয় বিদায় নিলেও মৌসুমী বায়ুর কারনে দেশের উপর স্বাভাবিক বৃষ্টি চালু থাকবে, তবে বৃষ্টি বলয় চালু থাকলে যত ব্যপক হয় ততটা না।
আগামীকাল থেকে দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলে রোদের দেখা মিলতে পারে।
তবে টানা বৃষ্টি বন্ধ হলেও নিয়মিত সল্পস্থায়ীভাবে বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে কমবেশি। কিছু এলাকায় ব্যতিক্রম থাকতে পারে।
এরপর আগামী ১৪ ই জুলাই এর পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দেশের উপকূল ও উত্তরাঞ্চলে, তবে তা বৃষ্টি বলয়ের মতো ব্যাপক নয় সম্ভবত।