1. live@www.marshalmedia.online : মার্শাল মিডিয়া : মার্শাল মিডিয়া
  2. info@www.marshalmedia.online : মার্শাল মিডিয়া :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

বরিশালে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

বরিশালে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

মো: সিফাত ই মঞ্জুর রোমান,
বরিশাল জেলা প্রতিনিধি:মার্শাল মিডিয়া

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর (DYD)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন
“দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের অধীনে বরিশালে ৩য় ব্যাচের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

কর্মপ্রত্যাশী বেকার যুবদের জন্য আয়োজিত তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে ভর্তির লক্ষ্যে আজ লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বরিশালের স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এই পরীক্ষায় পাচঁশতাধিক আগ্রহী প্রার্থী অংশগ্রহণ করেন।

লিখিত পরীক্ষাটি অত্যন্ত সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। পুরো কার্যক্রম তদারকি করেন বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: প্রিন্স বাহউদ্দীন তালুকদার, মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আবু মামুন, ই লার্নিং আ্যন্ড আর্নিং লিমিটেডের বরিশাল বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও আয়োজক সংস্থার প্রতিনিধিরা।

একজন পরীক্ষার্থী জানান, “আমি অনেক দিন ধরেই ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছিলাম। অবশেষে বরিশালেই এই সুযোগ পেয়ে খুবই আনন্দিত।”

বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণদের ১৯-০৬-২০২৫ মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট