দোয়ারাবাজারে আওয়ামী লীগ পূর্ণবাসনের লক্ষ্যে
তালামীয নাম দারি একটি চক্র উঠে পড়ে লেগেছে।
রাব্বি চৌধুরী, সিলেট প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমের পাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা কাজী মোঃ কয়ছর আলী’র পুত্র কাজী সাইদুর হাসান শাহান (২৫) নামের ছাত্রলীগ বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ থাকলে ও থাকে এখন পযর্ন্ত আইনের আওতায় আনা হয় নাই। এক চক্র মহল থাকে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া’র দোয়ারাবাজার উত্তর উপজেলা’র শাখার সভাপতি নির্বাচিত করে ছাত্রলীগ নাম মোচার জন্য এক দল আওয়ামী লীগ পন্তী আলিম উঠে পড়ে লেগেছে সম্পৃক্ত করার জন্য পায়তারা করতেছে। নারী কেলেঙ্কারির মধ্যে জড়িত বিভিন্ন সময় যুবক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে’ অসামাজিক কার্যক্রমে লিপ্ত হয়,
এতে দুই তিন বার বিচারের সম্মুখীন করা হয়েছিল, কিন্তু প্রভাবশালী থাকায় কেউ মুখ খুলে প্রকাশ করতে পারেনা, সবাইকে টাকার কাছে জিম্মি করে রাখে’ বিভিন্ন মানুষের নিকট থেকে জানা গেছে শাহান তিনি তালামীযের একজন কর্মী হিসাবে নিয়োজিত”এই সংগঠনের মধ্যে ছাত্রলীগ থেকে এখন তালামীযে সংযুক্ত হওয়া এলাকা জোরে নিন্দার মিশ্রণ দেখা দিয়েছে। শাহান এর বাবা আওয়ামী লীগ মুহিবুর রহমান মানিক এমপির এক ঘনিষ্ঠ সহযোগি ছিলেন।
জানা যায় এলাকার অনেক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পিকচার ভিডিও রয়েছে। সমাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। এখন সুযোগ কাজে লাগিয়ে তালামীযে’র দলের সঙ্গে সম্পৃক্ততা পোষণ করছে, তাই এখন তার লগের আওয়ামী লীগ’ সঙ্গী’কে পূর্ণবাসন করার চেষ্টা,
নাম জানাতে অনিচ্ছুক এক যুবক মহিলা জানান :- আমার সাথে তাহার তিন বৎসরের শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এখন আমি বিয়ের কথা বলার কারনে বিভিন্ন রকম নানা ধরনের তাল বাহানা করে আসছে। আমি চাই আমার যেরকম জীবনকে নষ্ট করছে।আর যেন কোন মেয়েদের জীবন নষ্ট না করতে পারে।
সূত্রে জানা যায় :- শাহান ওরফে লুচ্চা ‘কে তালামীযের সংগঠনে মধ্যে সভাপতি হওয়ায়’এলাকায় জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়’ স্থানীয় একাধিক মুরব্বিদের বক্তব্যে জানা গেছে, তিনি আওয়ামী লীগ সময়ের অনেক প্রভাব কাটিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষের নিকট থেকে হাতিয়ে নেয়’
দোয়ারা বাজার থানার ইনচার্জ অফিসার মোঃ জাহিদুল ইসলাম বলেন :- এখন পযর্ন্ত আমরা অভিযোগ পাইনি নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।