1. live@www.marshalmedia.online : মার্শাল মিডিয়া : মার্শাল মিডিয়া
  2. info@www.marshalmedia.online : মার্শাল মিডিয়া :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

একই দিনে সখিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ ও পৌর বিএনপির কমিটি স্থগিতের ঘোষণা।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

একই দিনে সখিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ ও পৌর বিএনপির কমিটি স্থগিতের ঘোষণা।

মোঃ মেরাজ শিকদার,
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতির পদ ও পৌর বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৮জুলাই)বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সখিপুর উপজেলা পৌর বিএনপির কমিটি স্থগিতদের খবর ছড়িয়ে পড়ে।পরে  টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল কমিটি স্থগিতদের সত্যতা  নিশ্চিত করেন।অপরদিকে সোমবার রাতে সখিপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আকবর হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ স্থগিত করে। জেলা বিএনপির সভাপতি হাসানজ্জামান শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সখিপুর পৌর বিএনপির কমিটি ও উপজেলা বিএনপির সহসভাপতি আকবর হোসেনের পদ স্থগিত করা হয়েছে।” তবে কী অভিযোগে তাঁদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত এ বিষয়ে আপাতত কোন  মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপির এ নেতা।
আকবর হোসেনের পদ স্থগিদের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিএনপির সকল স্তরে নেতাকর্মীরা ফেসবুকে তীব্র নিন্দা ও খুব প্রকাশ করেছে। নেতাকর্মীরা এই ত্যাগী নেতার পদ স্থগিত কোনোভাবেই মেনে নিতে পারছে না।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহসভাপতি আকবর হোসেন বলেন, আওয়ামী শাসন আমলে রাজনৈতিক মামলায় আমি ৫বার জেল খেটেছি। অথচ দুঃখজনক ব্যাপার হলো- দল আমার পদ স্থগিত ঘোষণা করেছে। তিনি দাবি করেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
সখিপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিন বলেন, এখনও সাংগঠনিকভাবে  কমিটি স্থগিতদের কোনো চিঠি পাইনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট